বেরোবির প্রথম সমাবর্তন জানুয়ারীতে, ব্রাকসু নির্বাচন ডিসেম্বরে 

১৯ নভেম্বর ২০২৫, ১০:১৫ PM
৫৫তম একাডেমিক কাউন্সিলের সভা

৫৫তম একাডেমিক কাউন্সিলের সভা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ আগামী ১৭ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদসমূহের প্রথম নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। ব্রাকসু ও সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুন:নির্ধারণ করা হয়েছে। 

আজ বুধবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

একাডেমিক কাউন্সিলের সভা শেষে উপাচার্য এক প্রেস ব্রিফিংয়ে উক্ত সিদ্ধান্তের কথা জানান। ব্রিফিংয়ে তিনি জানান, পূর্ব নির্ধারিত শীতকালীন অবকাশজনিত ছুটি পুন:নির্ধারণ হওয়ায় ডিসেম্বরে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে এবং শীতকালীন ছুটি উপলক্ষে (১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তন্মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা (কনভোকেশন স্পিকার) হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, ব্রাকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবেন।

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫