অনার্স ৪র্থ বর্ষের উত্তরপত্র পুনঃর্মূল্যায়নের আবেদনের সুযোগ, প্রতিপত্র ফি ১২০০

১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগামী ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এই সময়সীমার বাইরে কোনোভাবেই আবেদন করা যাবে না। রবিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করে সিস্টেম থেকে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা কিংবা AMERICAN EXPRESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD–এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অনলাইন ট্রান্সফারের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড বা টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে ফি জমা দিলে বা পরবর্তীতে জটিলতা তৈরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। আবেদন বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণভাবে জানানো হয়, আবেদন করার সময় পত্র কোড অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র ১  হাজার ২০০ টাকা নির্ধারিত রয়েছে।

শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য শুধুমাত্র www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। অন্য কোনো সূত্রের তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫