ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার, ৯ জনকে সতর্ক 

০৫ নভেম্বর ২০২৫, ০৫:০২ PM
বহিষ্কৃত  তিন শিক্ষার্থী

বহিষ্কৃত তিন শিক্ষার্থী © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং ৯ শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এক বছরের জন্য বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ ও আফসানা পারভীন তিনা। তারা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই ঘটনায় সতর্ক বার্তা পাওয়া ৯ শিক্ষার্থী হলো একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের  সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের  সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন,  সাব্বির হোসেন,  সৌরভ হোসেন সজীব ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না।

জানা যায়, গত ১২ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিবেদকের (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার বিষয় তদন্তের জন্য উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সুপারিশ এবং ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী তিনজনকে সাময়িক বহিষ্কার ও নয়জনকে সতর্ক করা হয়।

সাংবাদিক রবিউলকে তলপেটে লাথি, সাংবাদিক আরিফ বিল্লাহর মোবাইল রিসেট এবং বিভাগের সাধারণ শিক্ষার্থীদের বরাতে প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগ করার কারণে তাদের এ সাজা প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, সিন্ডিকেটে তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫