বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণ, জড়িতদের বিচার দাবিতে সড়ক অবরোধ

১৯ অক্টোবর ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০১:১১ PM
সাভারে বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

সাভারে বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ © টিডিসি

সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি কর্তৃক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) - এর এক সাবেক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা মিরপুর ১১ নম্বরের মেইন রোডে অবস্থান নেন। পরে তারা মিরপুর ১০ এর দিকে গিয়ে অবস্থান নেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচিতে দেশজুড়ে লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহতা বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় এবং জড়িততের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয়।

সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের সাবেক সহপাঠী যেভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, তা মানবতার জন্য লজ্জাজনক। অভিযুক্তদের দ্রুততম সময়ে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

আরও পড়ুন: রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

এসময় তারা জানান, মামলা দায়েরের পর একজন আসামি গ্রেফতার হলেও বাকি দুইজন এখনও পলাতক। তাদের দ্রুত গ্রেফতারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাফিক পুলিশ বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫