বিইউপির ভর্তি পরীক্ষা কি এগিয়ে আসবে, যা বললেন উপ-উপাচার্য

০১ অক্টোবর ২০২৫, ১২:১১ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৮ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © টিডিসি সম্পাদিত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার আগে ভর্তি পরীক্ষা নিয়ে আসছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সে ধারাবাহিকতায় এবারও সবার আগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কিনা, কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত নেনি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি ভর্তি পরীক্ষা এগিয়ে আনে, বিউপিও তার সঙ্গে সমন্বয় করে আগে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। যদিও বিশ্ববিদ্যালয়ের অন্য একটি সূত্র বলছে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এ পরিক্ষা হতে পারে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই দুই মাস এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন এবং রমজানের কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলতি বছরই ভর্তির কার্যক্রম শেষ করতে চায়। সে হিসেবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনুসরণ করে গত বছরের তুলনায় এগিয়ে আসতে পারে বলে জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‌‌‘উত্তরপত্র দেখার কাজ চলছে। আশা করছি, ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।’

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে কবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টরা জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই ভর্তি কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ। ফল পাওয়ার এক সপ্তাহের মধ্যে আবেদন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ হলে এ মাসের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে।

এ বিষয়ে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করি। যদি দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা এগিয়ে আনে, আমরা ও এগিয়ে নেব। কখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫