জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি শনিবার (৪ অক্টোবর) প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে।

নিয়মিত শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে। অপর দিকে প্রাইভেট পরীক্ষার্থীদের শুধু ইনকোর্স পরীক্ষার ভিত্তিতে ২০ শতাংশ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সময়ে ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না। মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র এবং ইনকোর্স নম্বরপত্রের কপি গালাসিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে জমা দিতে হবে।

এ ছাড়া প্যাকেটের উপর লাল কালিতে বড় করে লিখতে হবে— ‘২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা;। এসব নথি আগামী ৯ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনকোর্স নম্বর এবং ক্লাসে উপস্থিতির নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫