সাজিদ হত্যা মামলার তদন্তভার পেল সিআইডি

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ AM
সাজিদ হত্যার মামলা তদন্তভার পেল সিআইডি

সাজিদ হত্যার মামলা তদন্তভার পেল সিআইডি © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর কাছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোঃ মেহেদী হাসান। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়। যদিও সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পৌঁছাতে কিছুদিন সময় লেগেছে।

মামলা হস্তান্তরের আদেশটি স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান। আদেশে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলা নং-০২, তারিখ ৪/৮/২০২৫ — যা দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হয়েছে — তা তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হলো।

আরও পড়ুন: রাকসু নির্বাচনে জোট নয়, পাঁচ ভিন্ন প্যানেলে ভাগ হলেন সাবেক ৯ সমন্বয়ক

এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার তদন্তে আরও গভীরতা ও পেশাদারিত্ব আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও ছাত্রসমাজের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্তের দায়িত্ব সিআইডির হাতে গেলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা সম্ভব হবে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫