কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ জুলাই

১৭ জুন ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:৫৭ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই (মঙ্গলবার) থেকে। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলেমায়র হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মেধা ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৮ জুন দুপুর ১২টা থেকে ১৯ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আসন খালি থাকার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

বিভিন্ন ইউনিটে আসন সংখ্যা উল্লেখ করে জানানো হয়, ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদে ১০১ থেকে ২৫০ পর্যন্ত এবং প্রকৌশল অনুষদে ২১৪ থেকে ৩০০ পর্যন্ত মেধাক্রমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রদর্শক পদে ফল-প্রত্যাশীদের মাউশিতে অবস্থান

‘বি’ ইউনিটে মানবিক অনুষদে ৩৬২ থেকে ৫৫০ পর্যন্ত, সামাজিক বিজ্ঞান অনুষদে ৭৭ থেকে ৪৫০ পর্যন্ত এবং আইন অনুষদে ৪৮ থেকে ১০০ পর্যন্ত মেধাক্রমধারীদের ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে। ‘সি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদে ২৯৪ থেকে ৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাবে।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫