১৯২ শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৪ জুন ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ০৭ জুন ২০২৫, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন নীতিমালার আলোকে এ বছর মোট ১৯২ জন শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আসবেন।

গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ বিষয়ক নীতিমালা কমিটির সুপারিশক্রমে বিভাগসমূহ থেকে শিক্ষার্থী মনোনয়নের জন্য তালিকা আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতকোত্তর পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ২ জন করে মোট ৩৮ জন শিক্ষার্থীকে CGPA ভিত্তিতে বাছাই করা হবে। অন্যদিকে, স্নাতক (সম্মান) পর্যায়ে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত প্রতিটি সেশন থেকে ২ জন করে প্রতিটি বিভাগ থেকে মোট ৮ জন শিক্ষার্থী মনোনীত হবে। সর্বমোট ১৯টি বিভাগে এভাবে ১৫২ জন শিক্ষার্থী বৃত্তির জন্য বিবেচিত হবেন।

এছাড়া ফার্মেসি বিভাগের অতিরিক্ত ৫ম বর্ষ থেকে ২ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে।

এই স্কলারশিপের জন্য শিক্ষার্থী বাছাইয়ের উদ্দেশ্যে বিভাগীয় প্রধান, বিভাগীয় ছাত্র উপদেষ্টা এবং বিভাগের মনোনীত একজন শিক্ষককে নিয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা ও ফলাফল আগামী ২৪ জুন ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের অ্যাকাডেমিক শাখায় জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে এর আগেও ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করা হয়েছে। তবে সেসময় কোনো নীতিমালা না থাকায় প্রতিবারই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তবে এবার স্কলারশিপ প্রকল্প চালুর সঙ্গে এই স্কলারশিপের নীতিমালাও প্রকাশ করেছে প্রশাসন। 

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫