শেরপুর কলেজে জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন

২৫ মে ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
নজরুলজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা

নজরুলজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা © টিডিসি

শেরপুর সরকারি কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত হয়েছে আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। 

‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে আজ রবিবার (২৫ মে) বেলা ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শন বিভাগের প্রধান অধ্যাপক উত্তম কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুতাসিম বিল্লাহ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, প্রভাষক আলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

আরও পড়ুন: বাকৃবিতে স্নাতকে ভর্তি কার্যক্রম শুরু সোমবার, যা করতে হবে

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালির চেতনার কবি। যিনি বিদ্রোহের আগুন জ্বালিয়ে গেছেন নিপীড়িতের হৃদয়ে আর প্রেমের সুরে ভরিয়ে তুলেছেন মানবতার বাণী। তার সাহিত্য আজও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা কবির কবিতা আবৃত্তির পাশাপাশি নজরুলসংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্য শিক্ষকরা। সেরা আবৃত্তিকার, সংগীতশিল্পী ও পারফর্মারদের সম্মাননা দেওয়া হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫