এনএসইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ PM
এনএসইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

এনএসইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত © সৌজন্যে প্রাপ্ত

স্বাধীনতা সংগ্রামে শহিদ বুদ্ধিজীবীদের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। রবিবার (১৪ ডিসেম্বর) উচ্চশিক্ষালয়টির ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক সলিমুল্লাহ খান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। 

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘আজ শোকের দিন। আজ আমরা সেই মহান আত্মাগুলোর কথা স্মরণ করছি যাদের আমরা এই দিনে হারিয়েছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে আমাদের জাতির গর্বিত বুদ্ধিজীবীদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবে। তাঁদের অবদান যদি আমরা পেতাম, আজ বাংলাদেশ অনেক ভিন্ন অবস্থানে থাকত।’

অধ্যাপক সলিমুল্লাহ খান ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত ঘটনাপ্রবাহ ও তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, ‘এই গণহত্যা আমরা কখনোই ক্ষমা করতে পারি না। আমাদের দেশ এখনো এর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি।’ 

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘আমাদের দেশের উৎপত্তির ঐতিহাসিক সত্যতা সামগ্রিকভাবে জানা অত্যন্ত প্রয়োজন। এর উদ্দেশ্য একটাই—শিক্ষার মূল সত্তাকে আমাদের দেশের সকল মানুষের কাছে সহজলভ্য করে তোলা।’ 

বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান অধ্যাপক সলিমুল্লাহ খানকে বাংলাদেশের শিকড় ও ইতিহাস নিয়ে তার বিস্তৃত বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি এমন একটি দিন, যা আমরা সবসময় স্মরণ করব। এই দিনে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, তা আমরা কখনোই ভুলব না।’

এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সকালে রায়ের বাজারের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধান, শিক্ষক, নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্মকর্তা, শিক্ষক উপদেষ্টা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাবের সদস্যবৃন্দ।

‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫