এনএসইউতে ‘ফার্মাসিস্টদের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৩ অক্টোবর ২০২৫, ০৯:২৫ PM
সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) “The Role of Pharmacists in Industry, Hospital, Clinical and Community Settings: A Global and Bangladesh Perspective” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, যিনি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতে এক বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিক ও বাংলাদেশি স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান ও বহুমুখী ভূমিকা তুলে ধরা। ফার্মাসিউটিক্যাল শিল্প ও নিয়ন্ত্রক সংস্থাগুলোতে ফার্মাসিস্টদের অবদান, রোগীকেন্দ্রিক সেবায় ক্লিনিকাল ও হাসপাতাল ফার্মাসিস্টদের গুরুত্ব বৃদ্ধি, নিরাপদ ও কার্যকর ওষুধ ব্যবহারে কমিউনিটি ফার্মাসিস্টদের অপরিহার্য ভূমিকা, বাংলাদেশের ফার্মেসি পেশাজীবীদের জন্য বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উদীয়মান স্বাস্থ্যসেবা পেশাজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা ফার্মেসি পেশার বিকাশ, ক্যারিয়ার সম্ভাবনা এবং ভবিষ্যতের দিকনির্দেশনা সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।

এই সেমিনারটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যার মাধ্যমে ক্লাবটি ফার্মেসি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, পেশাগত উন্নয়ন ও নেতৃত্ব গুণ বিকাশে কাজ করে যাচ্ছে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫