নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংবিধানিক সংশোধনী নিয়ে ল’ টকস অনুষ্ঠিত

২০ অক্টোবর ২০২৫, ০৩:০৪ PM
এনএসইউতে ল' টকস অনুষ্ঠিত

এনএসইউতে ল' টকস অনুষ্ঠিত © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সেন্টার ফর লিগ্যাল রিসার্চের উদ্যোগে ল' টকস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে 'বিপ্লবী সাংবিধানিকতা: সাংবিধানিক সংশোধনী' নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার এনএসইউ কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোষধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আইন বিভাগের অধ্যাপক ও ডিন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ড. রিজওয়ানুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক সংশোধনীগুলো বোঝার জন্য একাডেমিক আলোচনার গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের আইন ও সংবিধান বিষয়ে গভীর আগ্রহ ও গবেষণামূলক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।‘

মূল আলোচনায় ড. শরীফ ভূঁইয়া জুলাই বিপ্লব-পরবর্তী সংবিধানের অবস্থান, চতুর্থ এবং পঞ্চদশ সংশোধনীসহ বিভিন্ন সাংবিধানিক পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করেন। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েও আলোচনা করেন। আলোচনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আবদুর রব খান তাঁর বক্তব্যে বলেন, ‘এ ধরনের একাডেমিক আলোচনায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আইন অনুশীলন ও যুক্তিতর্কের ক্ষমতা বৃদ্ধি করে।‘

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘সংবিধান একটি জাতির ভিত্তি। এর ধারাবাহিক গবেষণা ও বিশ্লেষণ জাতি হিসেবে আমাদের শক্তিশালী করে।‘ তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগকে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষাংশে আইন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও গবেষণামূলক আলোচনা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫