বিইউএফটিতে ‘মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ PM
বিইউএফটি

বিইউএফটি © সৌজন্যে প্রাপ্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ‘মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এ অনুষ্ঠানে ঢাকা ও আশপাশের এলাকার ২১টি কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের শিক্ষা মানোন্নয়ন ও অ্যাকাডেমিক উৎকর্ষ সাধনে গঠনমূলক আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. রফিকুজ্জামান।

গোলটেবিল বৈঠকে মূল বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে উদ্ভাবনী নেতৃত্ব, পাঠ্যক্রম উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন, যা শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক হবে।

অংশগ্রহণকারী কলেজ অধ্যক্ষগণ তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে গৃহীত উদ্যোগ সমূহ নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে আধুনিক শিক্ষণ-পদ্ধতির ব্যবহার, শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে পাঠ্য কার্যক্রমের ভূমিকা। শিক্ষক ও শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে তাঁদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

গোলটেবিল বৈঠকে বিইউএফটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষানিয়ন্ত্রক, সিএফও, বিভাগীয় প্রধান, অ্যাডমিশন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সকলেই দেশের মানসম্মত শিক্ষা অগ্রগতিতে ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পুরো আয়োজনটিতে সার্বিক সহযোগিতায় ছিল বিইউএফটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিম এবং শিক্ষার্থীরা।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫