মালয়েশিয়ার এডুকালচারাল রিসার্চ ফিউশন এক্সচেঞ্জ প্রোগ্রামে এনএসইউ ফার্মেসি বিভাগের অংশগ্রহণ

২০ আগস্ট ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪২ AM
ইউকেএম আয়োজিত এডুকালচারাল রিসার্চ ফিউশন এক্সচেঞ্জ প্রোগ্রাম অংশগ্রহণ করেন এনএসইউ ফার্মাসিউটিক্যাল বিভাগের ছয় শিক্ষার্থী

ইউকেএম আয়োজিত এডুকালচারাল রিসার্চ ফিউশন এক্সচেঞ্জ প্রোগ্রাম অংশগ্রহণ করেন এনএসইউ ফার্মাসিউটিক্যাল বিভাগের ছয় শিক্ষার্থী © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ছয়জন শিক্ষার্থী ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আয়োজিত এডুকালচারাল রিসার্চ ফিউশন এক্সচেঞ্জ প্রোগ্রাম (ইএফইসি) ২০২৫-এ অংশগ্রহণ করেন। গত ২২ থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে বাংলাদেশসহ ছয় দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো বাংলাদেশ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ভিয়েতনামের ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড ফার্মেসি, ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়, কম্বোডিয়ার ইউনিভার্সিটি অব পুথিসাস্ত্রা, ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান অগাস্টিন ও ইংল্যান্ডের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিদর্শন, ব্যবহারিক কর্মশালা, সেমিনার, জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং ইউকেএমের ক্লিনিক্যাল সিমুলেশন ল্যাব,  ডুওফার্মা বায়োটেক এবং ইউকেএম হাসপাতালসহ একাধিক গুরুত্বপূর্ণ শিল্প ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার ইউকেএম এবং ইউনিভার্সিটি অব মালয়া– উভয় প্রতিষ্ঠানের সেমিনারে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময়  শিক্ষার্থীর বিনিময়, যৌথ গবেষণা উদ্যোগ, একাডেমিক সহযোগিতা ও গবেষণালব্ধ প্রকাশনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আদিক রহমানের দল ক্লিনিক্যাল স্কিলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে রাইসা নূর ও ঐশী চৌধুরীর দল দ্বিতীয় রানার্সআপ স্থান লাভ করে। এ ছাড়া অনুষ্ঠানে এনএসইউ শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য ও পোশাক উপস্থাপন করে প্রশংসা অর্জন করে।

সমাপনী কালচারাল নাইটে বিভিন্ন দেশের প্রতিনিধিদল বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন প্রদর্শনীতে অংশ নেয়। এ সপ্তাহব্যাপী এই কর্মসূচি আন্তঃসাংস্কৃতিক বন্ধন, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের পথ সুগম করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫