এনইউবিতে উদ্যোক্তা তৈরি ও ব্র্যান্ডিং নিয়ে ব্যতিক্রমী কর্মশালা

১৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
‘ব্র্যান্ড লঞ্চপ্যাড: টার্ন আইডিয়াস ইন্টু ইমপ্যাক্ট’ কর্মশালা

‘ব্র্যান্ড লঞ্চপ্যাড: টার্ন আইডিয়াস ইন্টু ইমপ্যাক্ট’ কর্মশালা © টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ ‘ব্র্যান্ড লঞ্চপ্যাড: টার্ন আইডিয়াস ইন্টু ইমপ্যাক্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিজনেস এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ (বেল) ক্লাব এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালাটি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

ব্র্যান্ডিং ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন ওয়েব কিংডম-এর মার্কেটিং পরিচালক উজ্জ্বল ইয়ামান চৌধুরী। তিনি বলেন, 
‘ব্র্যান্ডিং মানে শুধু একটি লোগো নয়—এটি এমন একটি প্রতিশ্রুতি, যা আপনি আপনার শ্রোতাদের দেন। তরুণ উদ্যোক্তাদের উচিত তাদের গল্প বলার কৌশল আয়ত্ত করা, যাতে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ড গড়ে তোলা যায়।’ তিনি বাস্তব উদাহরণসহ ব্র্যান্ড গঠনের কৌশল তুলে ধরেন।

কর্মশালার উদ্বোধন করেন বিজনেস অনুষদের ডিন ড. মারুফ উল ইসলাম। তিনি বেল ক্লাবের এমন উদ্যোগকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করার এক সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বেল ক্লাব ও রিসার্চমেট নামক একটি গবেষণা ও পেশাগত উন্নয়ন প্ল্যাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষার্থী-নির্ভর প্রকল্প এবং প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে জানা যায়।

এনইউবি বেল ক্লাবের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন লেকচারার তন্দ্রা রহমান (কনভেনার), লেকচারার প্রত্যাশা পাল (সহ-আহ্বায়ক) এবং ক্লাব সভাপতি মো. মোনিরুল ইসলাম। রিসার্চমেট-এর প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫