শহীদ হাদির আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

দুর্বৃত্তের গুলিতে নিহত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরিফুর রহমান তুহিন বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে এ আসনে লড়বেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। ওই আসন থেকে প্রচার-প্রচারণাও চালিয়ে আসছিলেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি যোগ দিয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ সংবাদ সম্মেলন করবে এনসিপি। তবে জামায়াতের হয়ে ঢাকা-৮ আসনে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দীন। এ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার কথা রয়েছে। জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে এ আসনে কী হবে তা নিয়ে আলোচনা চলছে।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫