‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব’

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বাংলাদেশের সবাইকে আস সালাম আলাইকুম জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসিত জীবন থেকে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আমাদের নেতা জননন্দিত নেতা দেশ নায়ক তারেক রহমান অবশেষে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাই। তাকে সালাম জানাই। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়ে দেয়া বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এসময় নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট ও আশপাশের এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস দেখা যায়। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে নির্বাচনে আমরা জয়ী হব।

ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে হাসিনার ফ্যাসিবাদী প্রতিহিংসার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারেননি। তাকে ফিরতে দেয়া হয়নি। অবশেষে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দিয়ে হাসিনার পতন ঘটিয়ে তিনি দেশে ফিরেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করে সরকার গঠন করে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাই। 

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫