মুনতাসির মাহমুদ

জামায়াতের সঙ্গে সমঝোতার আগে এনসিপিকে ৫ শর্ত মানতে হবে

২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ PM
তৃণমূল এনসিপির আহবায়ক মুনতাসির মাহমুদ

তৃণমূল এনসিপির আহবায়ক মুনতাসির মাহমুদ © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট করার গুঞ্জন উঠেছে। বিষয়টি অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। এ পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে পাঁচটি শর্ত মানতে হবে বলে জানিয়েছেন তৃণমূল এনসিপির আহবায়ক, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মুনতাসির মাহমুদ একথা বলেছেন। তিনি লিখেছেন, ‘এনসিপির সাথে জামায়াতের নির্বাচনী জোটের গুঞ্জন শোনা যাচ্ছে। বেচারা এনিসিপি! শেষ পর্যন্ত মুনতাসির ভাইয়ের লাইনেই হাটা লাগতেছে। জামাত-শিবিরকে এত গালাগালি করে শেষ পর্যন্ত সেই জামাতের সাথেই আসন নিয়ে দর কষাকষি চলছে। তবে, এত খুশি হওয়ার কিছু নেই।’

এনসিপি যদি আসলেই জামায়াতের সাথে জোট করতে চায়, তাহলে তাদের অনেক শর্ত মেনে নিতে হবে। শাহবাগী বয়ান আর মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান ছেড়ে দিতে হবে; মুনতাসির ভাইয়ের কাছে নিঃশর্ত মাফ চেয়ে ন্যায়বিচার করতে হবে; ছাত্র উপদেষ্টা ও এনসিপির দুর্নীতিবাজ নেতাদের দায় জামাত নেবে না; দলের মধ্যে সততা, ন্যায়, জবাবদিহিতা ও নেতৃত্বের সুষম ব্যালেন্স তৈরি করতে হবে এবং অতি উগ্র বামপন্থী, ইসলাম বিদ্বেষী ও সমকামিতার সমর্থন ছেড়ে দিতে হবে। 

আরও পড়ুন: আসন সমঝোতায় জামায়াত-এনসিপি, সিদ্ধান্ত আগামী সপ্তাহেই

এগুলা কি এনসিপি মেনে নিবে? এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘মেনে নিলে তো ভালো। আমার প্রতিবাদ ও সংগ্রাম স্বার্থক। কিন্ত জামায়াতের জন্য সতর্কবার্তা হচ্ছে, বেঈমান বারবার বেঈমানি করে। জামাতের কাছে আসনের নিশ্চয়তা নিয়ে সেই কার্ড দিয়ে বিএনপির সাথে বসে জোট করে জামায়াতকে আরেকবার বেকায়দায় ফেলা, এটা এনসিপির দুর্নীতিবাজ শীর্ষ নেতাদের পক্ষে করা খুব সম্ভব।’

তিনি বলেন, ‘বিএনপি এনসিপিকে খুব একটা আসন ছাড়তে রাজি না। জামায়াত অনেক আসন ছাড়বে এবং যা কথা দেবে, সেটা রাখবে। এনসিপি যোগ্যতার চেয়ে বেশি আসন পাবে, দলের জন্য লাভজনক হবে। তবে সেজন্য অনেক নোংরামি তাদের ছাড়তে হবে, জুলাইকে সত্যিকার ভাবে ধারণ করতে হবে। যেই দলের আহবায়ক নাহিদ ইসলাম শুধুমাত্র একটা ফেসবুক পোস্টে শিবিরের প্রশংসা করায় আমাকে শোকজ দিতে চেয়েছিল, সেই নেতারা এত দ্রুত এত ভালো হয়ে যাবে, এটা প্রায় অসম্ভব।’ 

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই উল্লেখ করে মুনতাসির মাহমুদ বলেন, ‘আমি রাজনীতিতে এসে যত যা কিছু ত্যাগ করেছি, তাতে আল্লাহ ছাড়া আর কারো ওপর ভরসা করি না। মহান আল্লাহ বাংলাদেশকে নিরাপদে রাখুক। আমীন!’

খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫