মুন্সিগঞ্জ-২ আসন

বিএনপির যুগ্ম মহাসচিব সালামের পক্ষে মনোনয়ন নিলেন বিএনপি নেতারা

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মনোনয়ন ফরম নিয়েছেন স্থানীয় নেতারা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মনোনয়ন ফরম নিয়েছেন স্থানীয় নেতারা © সংগৃহীত

দলীয় মনোনয়ন না পেয়েও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মুন্সীগঞ্জ-২ আসনের (টঙ্গীবাড়ি-লৌহজং উপজেলা) জন্য তার পক্ষে আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় বিএনপির নেতারা। 

আব্দুস সালাম আজাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী আলী আজগর রিপন মল্লিক, লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী কোহিনুর শিকদার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লাহ্, ও  জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইন্জিনিয়ার মাহবুব আলম। 

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং উপজেলা) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলটির সাবেক কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে। প্রায় ৯০ উর্ধ্ব এই প্রার্থী বয়স ও অসুস্থতার কারণে নির্বাচনী মাঠে প্রায়ই নামতেই পারেননি। গত মাসের ২৭ তারিখে তার কিডনির ডায়ালাইসিসসহ বিভিন্ন অসুস্থতার চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। 

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫