বাগেরহাট-২ আসনে এম এ সালামের মনোনয়ন দাবিতে মশাল মিছিল

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ AM
বিএনপির মশাল মিছিল

বিএনপির মশাল মিছিল © টিডিসি ফোটো

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা ‘দুর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ধানের শীষের কাণ্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, যুবদল নেতা এমদাদুর রহমান সাগর, বিএনপি নেতা মিলন ও নিলু তরফদারসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। তারা বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের মনোনয়ন বাতিল করে এমএ সালামকে দলীয় প্রার্থী করার দাবি জানান।

উল্লেখ্য, শনিবার বাগেরহাটের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এ বিষয়ে সদর উপজেলা যুবদলের সদস্য এমদাদুর রহমান সাগর বলেন, 'এমএ সালাম বিগত ১৭ বছর ধরে বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হয়েছেন, কারাবরণও করেছেন। অথচ তাকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা চাই ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পরিবর্তে এমএ সালামকে মনোনয়ন দেওয়া হোক। এই দাবিতেই আজকের মিছিল।'

তবে মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের তেমন কোনো নেতাকে দেখা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে এমএ সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫