গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ২ আসনে সমঝোতা

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ PM
নুরুল হক নুর ও মো. রাশেদ খান

নুরুল হক নুর ও মো. রাশেদ খান © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে ২ আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সমঝোতায় পৌঁছায় দল দুইটি।

বৈঠক সূত্রে খবর, আগামী নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ছাড় দেবে বিএনপি। তবে নির্বাচনী বিধি অনুযায়ী তাদেরকে নিজ দলের প্রতীক `ট্রাক' নিয়ে লড়তে হবে।

এদিকে দুইটি আসনে সমঝোতায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কেন্দ্রীয় নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আমাদের সঙ্গে বিএনপির দুই আসনে সমঝোতা হয়েছে। কিন্তু অনেক নেতাকর্মী এই সিদ্ধান্তে খুশি নন। আমরা আশা করেছিলাম বিএনপি আরও বেশ কিছু আসনে ছাড় দেবে, কিন্তু এখন মাত্র দুইটি আসনে ছাড় দেয়া হল।

সূত্রের খবর, দুইটি আসনে সমঝোতা হলেও নিজস্ব ট্রাক প্রতীকে বিভিন্ন আসনে লড়বেন গণ অধিকার পরিষদের নেতারা।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫