আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট © ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, হাদির মরদেহ এখানে রাখার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা আমাদের বলার পর আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।
এটার পরিবর্তনও হতে পারে বলে আভাসও দিয়েছেন তিনি। হৃদরোগ ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা বলেন, হাদির মরদেহ এখানে রাখার কথা বলার পর আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।
এদিকে সন্ধ্যা ৬টার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, হাদির মরদেহ বহনকারী ফ্লাইট সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়, যেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।