ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ‘বাংলা স্টার’ বাসে আগুন

১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৫ AM
বাসে আগুন

বাসে আগুন © ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘বাংলা স্টার’ নামের একটি বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে মহাসড়কে যানজটের মধ্যে হঠাৎ কিছু দুর্বৃত্ত বাসটির পেছনে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কর্ণায়েন বলেন, ‘সময়মতো পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। কেউ হতাহতও হয়নি।’

এ বিষয়ে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, ‘মহাসড়কে দুর্ঘটনার কারণে যান চলাচল ধীরগতির ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। যাত্রীরা নিরাপদে নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫