ধানের শীষের প্রাথমিক তালিকায় নেই যেসব ‘হেভিওয়েট’ বিএনপি নেতা

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০৪ PM
মোয়াজ্জেম হোসেন আলাল, আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হাবিবুন নবী খান সোহেল, রুমিন ফারহানা, সুলতান সালাউদ্দিন টুকু, নাজিম উদ্দীন আলম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও কাদের গনি চৌধুরী

মোয়াজ্জেম হোসেন আলাল, আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হাবিবুন নবী খান সোহেল, রুমিন ফারহানা, সুলতান সালাউদ্দিন টুকু, নাজিম উদ্দীন আলম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও কাদের গনি চৌধুরী © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩২ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক এ তালিকায় বাদ পড়েছেন অন্তত ১২ হেভিওয়েট বিএনপি নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকা যাচাই করে দেখা গেছে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাদের মধ্যে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নাম নেই তালিকায়। 

এ ছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নেতা নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এ তালিকায় স্থান পাননি।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫