বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ PM
আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন

আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন © সংগৃহীত

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে কদমরসুল এলাকায় এ অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ৩০০ আসনের মধ্যে কিছু আসন জোটের শরিকদের জন্য এবং কিছু আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনে দলের আলোচিত নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেওয়ায় উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছে। বর্তমানে অবরোধ চলমান রয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

চট্টগ্রামের ঘোষিত ১০ আসনের বিএনপি প্রার্থীরা হলেন— চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া): এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী): আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সরোয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অন্যদিকে, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)—এই ছয়টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫