গিনেসের শীর্ষে থাকবে ওই ‘এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’, কাকে ইঙ্গিত করলেন নাসিরুদ্দীন?

০৬ অক্টোবর ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ‘এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’ নামে একটি নতুন বিভাগ যুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেছেন তা ওই পোস্টে স্পষ্ট করে বলা হয়নি। 

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, গিনেস রেকর্ডে একটি নতুন বিভাগ যুক্ত করা উচিত: ‘ এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’ — যারা মুখে জনগণের সেবা করার কথা বললেও সবসময় জনগণের বিপক্ষে কাজ করেন। আমি নিশ্চিত, বাংলাদেশ খুব শিগগিরই এই তালিকার শীর্ষে থাকবে। 

ওই পোস্টের মন্তব্যের ঘরে  ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ বলেন, যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তাহলে কেন আমরা তাদেরকে এক্সপোজ করছি না। 

হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫