আ.লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ PM
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ © টিডিসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। একাত্তরের চেতনা দেশের মানুষ ধারণ করেনি, তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করার চেষ্টা যারা করছে, তাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না।

তিনি বলেনম মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি পছন্দ করে না। প্রতিটি হত্যার বিচার হবে, তবে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। ইতিমধ্যে বিচার শুরু হয়েছে, সামনে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫