রাজনীতি নয়, জনগণের সেবাই আমার অঙ্গীকার—আলী নাছের খান

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ PM
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান রাস্তা পরিদর্শনে

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান রাস্তা পরিদর্শনে © টিডিসি ফটো

রাজনীতি নয়, জনগণের সেবাই আমার অঙ্গীকার বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আলী নাছের খান। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর আছমতির মার্কেট থেকে চাঁদপুর ইউনিয়নের নলগাঁও চেয়ারম্যান বাড়ি চৌরাস্তা পর্যন্ত প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের একটি রাস্তা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও কালীগঞ্জ উপজেলার এম এম শোয়াইব এবং কাপাসিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী বেলাল হোসেন রাস্তাটির সম্ভাব্য কাজের এলাকা পরিদর্শন করেন।

স্থানীয় সরকার প্রকৌশলী বেলাল হোসেন জানান, আগামী নভেম্বর মাসে এই গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে সদর ইউনিয়ন ও চাঁদপুর ইউনিয়নের হাজারো মানুষ এই রাস্তাটির জন্য দাবি জানিয়ে আসছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতেন। বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে উঠত। পাকা রাস্তা হলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে এবং জনজীবনে নতুন গতি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, ‘আমার মূল লক্ষ্য নির্বাচন নয়। আমি একজন রাজনৈতিক কর্মী ও একইসঙ্গে একজন সাধারণ নাগরিক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ ও ভোগান্তি কমানোই আমার অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘এই সড়ক নির্মাণ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই জাতির সামনে তুল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন নেত্রীর অনন্ত যাত্রা: কাঁদছে বাংলাদেশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫