সব দ্বন্দ্ব ভুলে আবারও এক হলেন হিরো আলম-রিয়ামনি

২৬ নভেম্বর ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩২ PM
আইনজীবির সঙ্গে হিরো আলম ও রিয়ামনি

আইনজীবির সঙ্গে হিরো আলম ও রিয়ামনি © সংগৃহীত

সব বিভেদ ভুলে এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। আজ মঙ্গলবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন রিয়ামনি। সেখানে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে হিরো আলমের সঙ্গে দেখা যায়।

ছবিতে রিয়ামনির হাতে ছিল একটি স্ট্যাম্প। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান।

রিয়ামনির পোস্টে মন্তব্য করছেন অনেক অনুরাগী। একজন লিখেছেন, ‘অভিনন্দন তোমাদের। নতুন করে আবার জীবন শুরু করো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দাম্পত্য জীবনের জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইল।’ কেউ কেউ অবশ্য কটাক্ষ করতেও ছাড়েননি। একজন মন্তব্য করেছেন, ‘আবার নতুন কোনো ফন্দি পাতার চেষ্টা করছো না তো!’

রিয়ামনির শেয়ার করা ওই পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম। সেখানেও অনুরাগীদের নানা ধরনের মন্তব্য দেখা যায়। কেউ দিয়েছেন শুভকামনা, কেউ করেছেন সমালোচনা। কেউ কেউ তালাকের ঘটনাও মন্তব্যে স্মরণ করিয়ে দিয়েছেন।

এর আগে, গত শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। অচেতন অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু।

এই ঘটনার পরই স্ত্রী রিয়ামনি বগুড়ায় ছুটে যান এবং সেখান থেকে হিরো আলমকে ঢাকায় নিয়ে আসেন। আত্মহত্যার চেষ্টার পর থেকে হিরো আলম ও রিয়ামনির মধ্যে দূরত্ব কমে আসে। অবশেষে সব আইনি জটিলতার অবসান ঘটিয়ে আবারও একত্রিত হলেন তারা।

ট্যাগ: হিরো আলম
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫