সৌদি আরবে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ নরেন্দ্র মোদির

১৭ নভেম্বর ২০২৫, ০৪:১৪ PM
নরেন্দ্র মোদির

নরেন্দ্র মোদির © সংগৃহীত

মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমার সমবেদনা তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

পোস্টে তিনি বলেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। এ বিষয়ে আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

এর আগে সৌদি আরবের মদিনার কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। রবিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকার। দলটি মক্কায় উমরাহ আনুষ্ঠানিকতা শেষ করে মদিনার দিকে যাচ্ছিল। সেই সময় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫