কেনিয়ায় বাস উল্টে নিহত ২৫

০৯ আগস্ট ২০২৫, ০১:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
কেনিয়ায় বাস দূর্ঘটনা

কেনিয়ায় বাস দূর্ঘটনা © সংগৃহীত

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহর থেকে কিসুমুর পথে বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

কেনিয়ার ন্যাঞ্জা প্রদেশের আঞ্চলিক ট্রাফিক অফিসার পিটার মাইনা জানান, যাত্রীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে কাকামেগা শহর থেকে কিসুমুর উদ্দেশ্যে ফিরছিলেন। পথে কিসুমুর কাছাকাছি একটি তীক্ষ্ণ মোড় ঘোরানোর সময় বাসের চালক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ড্রেনে পড়ে যায়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ১০ নারী, এক শিশু ও ১০ জন পুরুষ। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ২৯ জন বলে জানানো হলেও, পরবর্তীতে চিকিৎসা সেবাবিষয়ক সচিব ফ্রেডরিক উমা ওলুগা নিশ্চিত করেন যে আহতদের মধ্যে আরও চারজন হাসপাতালে মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে কেনিয়ায় সড়ক দুর্ঘটনার জন্য প্রায়শই অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনাকেই দায়ী করা হয়। ঘটনার পর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর আবারও প্রশ্ন উঠেছে দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে।

রাষ্ট্রীয় শোকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এমন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার ন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ট্রান্সকম ইলেকট্রনিকস নিয়োগ দেবে ট্রেইনি সেলস এক্সিকিউটিভ, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
পাঠ্যবইয়ে যুক্ত হলো শহীদ আনাসের চিঠি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫