তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে বাস দুর্ঘটনা, আহত ৩২

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ AM
তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে বাস দুর্ঘটনা

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে বাস দুর্ঘটনা © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালীন ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে কুমিল্লার বাগমারা বাজারের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ঢাকার পথে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বাগমারা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝামাঝি বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই জনতার মহাসমুদ্র পূর্বাচলে

বাসের আরেক যাত্রী ও নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, হঠাৎ বাসটি তীব্রভাবে কেঁপে ওঠে এবং শব্দ করতে করতে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে চিৎকার শুরু হয় এবং অনেকে আহত হন। আহত অন্য প্রায় ৩০ জন নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বলেন, তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে যাওয়া ৪২ আসনের বাসটি কুমিল্লার বাগমারা বাজারের সামনে দুর্ঘটনায় পড়ে। এতে প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, ‘খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’ 

তিনি জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।’

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫