৩৮ নারী-শিশু উদ্ধার, আটক ২ মানবপাচারকারী

০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১৪ PM
বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর হাতে উদ্ধারকৃত নারী-শিশু

বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর হাতে উদ্ধারকৃত নারী-শিশু © টিডিসি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত করা হয়। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককারীরা মুক্তিপণ আদায় এবং সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের নির্যাতন করছিল।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫