থানা হাজতে মাদক মামলার আসামির মোবাইল ব্যবহার, ছবি ভাইরাল

৩১ জুলাই ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
থানা হাজতে আটক মাদক মামলার আসামি জালাল উদ্দিন মোবাইল ব্যবহার

থানা হাজতে আটক মাদক মামলার আসামি জালাল উদ্দিন মোবাইল ব্যবহার © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় থানা হাজতে আটক এক আসামির মোবাইল ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও জবাবদিহি নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পারকি বাজার এলাকা থেকে মাদক মামলার আসামি জালাল উদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এলাকায় ‘ইয়াবা জালাল’ নামে পরিচিত এবং স্থানীয় আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হলে, সেখান থেকে মোবাইল ব্যবহারের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। সূত্র দাবি করেছে, থানার ডিউটি অফিসার কবিরের সহায়তায় ওই আসামি মোবাইল ব্যবহার করেন। বিষয়টি ঊর্ধ্বতনদের দৃষ্টিগোচর হলে তাকে অন্য একটি সেলে সরিয়ে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘সাধারণত হাজতে এমন সুযোগ কোনো আসামিকে দেওয়া হয় না। অনুমতি বা প্রভাব ছাড়া কেউ এগুলো পায় না।’

ডিউটি অফিসার কবিরুল প্রথমে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি দিনের বেলায় দায়িত্বে ছিলাম, অন্য ডিউটি অফিসারের সঙ্গে কথা বলুন।’ পরে জানান, “তার সামনে মোবাইল ব্যবহার হয়নি। এসআই সাদ্দাম তাকে এনেছেন।’

স্থানীয়দের ভাষ্য, আনোয়ারা থানায় অর্থের বিনিময়ে আটক ব্যক্তিরা মোবাইল ব্যবহার, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, এমনকি পছন্দের খাবার পাওয়ার সুযোগ পান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ম অনুযায়ী থানায় আনা হয়েছে। হাজতে মোবাইল ব্যবহারের বিষয়টি সম্পর্কে জানতাম না, এখন আপনাদের কাছেই শুনলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ইয়াবা সংক্রান্ত একাধিক মামলার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার আসামিও জালাল উদ্দিন।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫