১২ দিনের শিশুসহ মা কারাগারে, কোথায় যাচ্ছে আমাদের রাষ্ট্র?

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ PM
শরিফুল হাসান

শরিফুল হাসান © টিডিসি সম্পাদিত

বিচারক হোন, পুলিশ, শিক্ষক, ডাক্তার কিংবা যে কোনো পেশায় থাকুন না কেন—সবার আগে মানুষ হতে হবে, জাগ্রত করতে হবে মানবিকবোধ! নয়তো ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে সব! ১২ দিনের এক নবজাতক শিশুসহ শাহজাদী নামের এক মাকে কারাগারে পাঠানো তেমনি একটি ভুল, অন্তত আমার চোখে। মানবিক বোধ প্রয়োগ করে দ্রুত ভুলটি সংশোধনের জন্য আদালত থেকে শুরু করে রাষ্ট্রের নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি!

আপনারা আইন-আদালত হয়তো বলবেন, এই মা তো শিশু চুরি করেছে হাসপাতাল থেকে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। হ্যাঁ, সবই সত্যি। কিন্তু প্রশ্ন হলো, কেন ১২ দিনের নবজাতকের মা আরেকটা শিশু চুরি করবে? ঘটনার নেপথ্যে না গেলে, মানবিক বোধ প্রয়োগ না করলে যথাযথ বিচার হবে না!

ঘটনা হলো, বাগেরহাটের সিরাজুল ইসলাম ও শাহজাদীর সংসারে চারটি মেয়ে শিশু আছে। গত বছর আবার গর্ভবতী হন শাহজাদী। অনাগত সন্তান যেন ছেলে হয়, সেজন্য স্বামী ও পরিবারের পক্ষ থেকে প্রত্যাশার চাপ ছিল। মেয়ে হলে বিবাহবিচ্ছেদের হুমকিও ছিল। এমন অবস্থায় ১১ সেপ্টেম্বর রাতে সিজারিয়ানের মাধ্যমে মেয়ে শিশু জন্ম দেন শাহজাদী।

ঘটনাটা বোঝেন। ফের মেয়ে হয়েছে শুনে হাসপাতাল ত্যাগ করেন স্বামী সিরাজুল। পরের দিনগুলোতে তিনি আর হাসপাতালে যাননি। পরিবারের সঙ্গে যোগাযোগও রাখেননি। মেয়ে শিশুর জন্ম দেওয়ার নানামুখী চাপে দিশেহারা শাহজাদী। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া আরেক রোগীর ছেলে হারিয়ে যায়।

নবজাতক চুরির এই সংবাদে তোলপাড় সৃষ্টি হয়। সিসি ক্যামেরা ফুটেজ ও পুলিশের তৎপরতায় ওই দিন সন্ধ্যায় ছেলে নবজাতকটি উদ্ধার করা হয়। আটক করা হয় শাহজাদীর মা নার্গিস বেগমকে। এ ঘটনায় শাহজাদী ও তাঁর মাকে আসামি করে মানবপাচার আইনে মামলা করেন চুরি যাওয়া ছেলে শিশুর বাবা মির্জা সুমন।

মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২১ সেপ্টেম্বর নার্গিস বেগমকে কারাগারে পাঠানো হয়। তার ১০ দিনের নবজাতক মেয়ে শিশুকেও মায়ের সঙ্গে কারাগারে যেতে হয়। খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলছেন, ‘কারাগারে নেওয়ার পর রাতে শাহজাদী নামের নারী অসুস্থ হয়ে পড়েন। শিশুটির বয়স মাত্র ১২ দিন। কারাগারে সংক্রমণের ঝুঁকি রয়েছে। চিকিৎসকের পরামর্শে রাতেই তাদের হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়।’

একবার ভাবুন! মাত্র সন্তান জন্ম দেওয়া এক নারীকে কারাগারে থাকতে হচ্ছে? আচ্ছা, এখানে আদালত একবারও কেন ভাবলেন না, এই অবস্থায় কারাগারে গেলে মা আর নবজাতক শিশুটা সুস্থ থাকবে কীভাবে? আদালত–পুলিশ সবার বিষয়টি ভাবা জরুরি ছিল। আর এই ঘটনায় মানবপাচার মামলা না হয়ে অন্য কিছু কী হতে পারতো না? এখানে পুলিশ-আদালত সবার মধ্যে মানবিক বোধের ঘাটতি ছিল। জামিন না দিতে দিতে তারা ভুলে গেছেন, ১২ দিনের এক নবজাতক আর তার মাকে জেলে পাঠানো যায় না। আফসোস হলো, যার ছেলে চুরি হয়েছিল, সেই শিশুর বাবাও বিষয়টি বুঝতে পারছেন, কিন্তু বুঝতে পারছে না এই রাষ্ট্র।

চুরি যাওয়া শিশুর বাবা মির্জা সুমন বলেন, ‘আমার ছেলে ও শাহজাদী আপার মেয়ে একই দিন জন্ম নিয়েছে। আমার বাচ্চা জন্মানোর পর বুকের দুধ পাচ্ছিল না। তখন শাহজাদী আপা তার মেয়ে ও আমার ছেলেকে একসঙ্গে দুধ খাইয়েছেন। চুরির সংবাদে আমি দিশেহারা হয়ে মামলা করি। এখন বুঝতে পারছি, নানামুখী চাপ সামলাতে না পেরে ভুল করেছি। আমি এই মামলা চালাতে চাই না। উকিলকে এই কথা বলেছি।’

আফসোস হলো, এরপরও বোধ হয়নি এই রাষ্ট্রের! ওই মাকে জামিন দেওয়া হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানা পুলিশের এসআই শাহীন কবির বলেন, ‘বিষয়টি এখন আদালতের এখতিয়ারাধীন। সিদ্ধান্ত আদালত থেকেই আসতে হবে।’

এই মুহূর্তে রাষ্ট্রের আদালত, বিচার বিভাগ এবং রাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে অনুরোধ—দ্রুত এই মা এবং নবজাতক সন্তানকে জামিন দিন। পারলে আজ কিংবা আগামীকালই। দয়া করে মনে রাখবেন, সবার আগে মানুষ!

শরিফুল হাসান: ফ্রিল্যান্স সাংবাদিক, বিশ্লেষক

রাষ্ট্রীয় শোকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এমন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার ন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ট্রান্সকম ইলেকট্রনিকস নিয়োগ দেবে ট্রেইনি সেলস এক্সিকিউটিভ, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
পাঠ্যবইয়ে যুক্ত হলো শহীদ আনাসের চিঠি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫