পরীক্ষায় অযোগ্য বলায় শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ AM
আহত শিক্ষক

আহত শিক্ষক © টিডিসি ফোটো

১১ মাসে ক্লাসে উপস্থিত ছিলেন মাত্র ২৫ দিন। এ কারণে পরীক্ষার জন্য উপযুক্ত নয় বলে জানানোয় ক্ষিপ্ত হয়ে এক শিক্ষার্থীর পিতার বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক শিক্ষকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ে। আহত শিক্ষকের নাম হাবিবুর রহমান। তিনি কালীগঞ্জের শোয়াইবনগর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং মজদিয়া গ্রামের সিরাজুল ইসলাম বিশ্বাসের ছেলে।

আহত শিক্ষক হাবিবুর রহমান জানান, শোয়াইবনগর কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আল সিয়াম গত ১১ মাসে মাত্র ২৫ দিন ক্লাসে উপস্থিত ছিল। নিয়মিত অনুপস্থিতি ও পড়াশোনার দুর্বলতার কারণে তাকে পরীক্ষার উপযুক্ত নয় বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীর পিতা শাহাজান।

শনিবার রাতে জরুরি কথা আছে—এমন অজুহাতে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ে শিক্ষক হাবিবুর রহমানের পথ রোধ করেন শাহাজান। শিক্ষক দাঁড়ানো মাত্রই তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

শোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, সিয়াম নিয়মিত ক্লাস করে না এবং তার পড়াশোনার মানও সন্তোষজনক নয়। বিধি অনুযায়ী পরীক্ষার উপযুক্ত না হলে কাউকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া যায় না। কিন্তু বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। এর জেরেই এই ন্যাক্কারজনক হামলা।

আহত শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমি দায়িত্ববোধ থেকেই শিক্ষার্থীর উপস্থিতি ও যোগ্যতার বিষয়টি জানিয়েছিলাম। এর প্রতিক্রিয়ায় আমাকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে মারধর করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় রবিবার থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত শাহাজানকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫
'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
  • ২৮ ডিসেম্বর ২০২৫