সফটওয়্যারে পরিচালিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি পরিচালনায় আইসিটি, বুয়েটের প্রস্তুতকৃত সফটওয়্যার ব্যবহার করা হবে। এ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এতে আরও জানানো হয়, আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঢাকার পলাশীতে অবস্থিত আইসিটি, বুয়েট (সিপিএ ভবন–৬) এ একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

চিঠিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২০ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ খাতের বরাদ্দ অর্থ থেকে বিধি মোতাবেক টিএ/ডিএ দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। 

এ বিষয়ে অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার পরিচালক এ. কে. মোহম্মদ সামছুল আহসান বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এই প্রশিক্ষণ পাবেন। এদের মধ্যে আগ্রহীদের তথ্য আহ্বান করা হয়েছে। 

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫