অপরিচ্ছন্ন পরিবেশে দুর্ভোগে তা’মীরুল মিল্লাত টঙ্গীর শিক্ষার্থীরা, কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

২৩ আগস্ট ২০২৫, ০৭:১৬ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM
তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী ক্যাম্পাস)

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী ক্যাম্পাস) © টিডিসি ফটো

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অপরিষ্কার বাথরুম, নোংরা ক্লাসরুম এবং হোস্টেলের নানা অংশে ময়লার স্তূপ, পানির ফিল্টার নষ্ট থাকা এবং আবর্জনা ফেলার কোনো নির্ধারিত ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এসব বিষয় একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার ওয়াশরুম ও হোস্টেলের ক্যান্টিনে ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ। অপরিষ্কার ওয়াশরুমের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পানীয় জলের জন্য স্থাপিত বেশ কয়েকটি ফিল্টার বহুদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে জানায় তারা। ক্যান্টিনের পাশের পুকুর ঘেঁষা জায়গায় প্রায়ই ময়লার স্তূপ দেখা যায়।

এ বিষয়ে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অতীতে বিভিন্ন সময়ে হল সংস্কারসহ এসব সমস্যার সমাধানে শিক্ষার্থীরা আন্দোলনে গেলেও প্রশাসন বরাবরই তা কঠোরভাবে দমন করেছে। এমনকি আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র আটকে রেখে মানসিকভাবে চাপে ফেলা হয়।’

ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বছরের শুরুতে মাদ্রাসার বেতন বাড়ানো হলেও শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের এমন বেহাল দশা একজন শিক্ষার্থী হিসেবে ঘৃণার সঙ্গে দেখছি।’

এদিকে মাদ্রাসার এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বেগ অভিভাবকরাও। তারা জানায়,দ্বীনি প্রতিষ্ঠানে এমন অস্বাস্থ্যকর পরিবেশ মেনে নেওয়া যায় না। পবিত্রতা ঈমানের অঙ্গ, অথচ এখানে ন্যূনতম পরিচ্ছন্নতা রক্ষার দিকেও কোনো নজর নেই। সন্তানদের সুনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি করে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও পরিবেশগত মান বজায় থাকবে বলেই আশা করেছিলেন তারা। কিন্তু বাস্তব চিত্র দেখে হতাশ হতে হচ্ছে।

এ প্রসঙ্গে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর জিএম সাইদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “মাদ্রাসা প্রশাসন যেন দ্রুত শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। আমরা অসংখ্য অব্যবস্থাপনা নিয়ে বারবার দাবি জানিয়ে আসছি। ওয়াশরুমসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা রুটিন কার্যক্রম হওয়া দরকার, অথচ এখানে তার কোনো নজির নেই। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেব।”

তবে এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫