ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তিতে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ: ইআবি ভিসি

২৪ মে ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৫০ PM
ইআবিতে অধ্যক্ষদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ইআবিতে অধ্যক্ষদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো আধুনিক, প্রায়োগিক, ধর্মীয় ও  নৈতিকতার সমন্বয়ে একটি সম্মিলিত শিক্ষা ব্যবস্থা। 

আজ শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মাদরাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ১২ দিনব্যাপি “অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস চ্যান্সেলর মাদরাসার অধ্যক্ষদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মূল কাজ হলো মাদরাসাগুলোতে ঠিকমতো ক্লাস ও পাঠদান কার্যক্রম পরিচালনা করা এবং সত্যিকারের দেশ, জাতি ও উম্মার নেতৃত্ব দিতে পারে এমন মেধাবী ও ডায়নামিক জনবল তৈরি করা। দেশের উন্নতি সাধনে কাজ করতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন আলেম তৈরিতে উপস্থিত অধ্যক্ষগণের প্রতি নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদ্রাসা থেকে যদি ভালো আলেম বের হয় এটাই হবে আমাদের সকলের কাজের সার্থকতা। অধ্যক্ষগণ এধরনের কর্মশালা থেকে ট্রেনিং নিয়ে মাদরাসার প্রশাসনিক, অ্যাকাডেমিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিরূপণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কর্মতৎপরতা বৃদ্ধি করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আরও পড়ুন: জামায়াত আমিরের নেতৃত্বে দুই সদস্যর প্রতিনিধি দল যমুনায়

বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন সভা সঞ্চালনা করেন।

এছাড়া, কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন প্রমুখ। দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষগণ এই কর্মশালায় পর্যায়ক্রমে অংশ নেবেন।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫