সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টের কার্যতালিকায়, হতে পারে শুনানি

০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ AM
সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার দাবিতে করা রিট হাইকোর্টের শুনানির জন্য এসেছে কার্যতালিকায়

সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার দাবিতে করা রিট হাইকোর্টের শুনানির জন্য এসেছে কার্যতালিকায় © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার দাবিতে করা রিট হাইকোর্টের শুনানির জন্য এসেছে কার্যতালিকায়। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে। এর আগে গত ৪ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন।

রিটে দাবি করা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে, যা নিয়ম, আইন ও জনগণের সুষ্ঠু ভোটাধিকার রক্ষার সাথে সাংঘর্ষিক। তাই নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করে একটি স্বচ্ছ ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করার জন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

আদালতে রিটের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নথি এবং প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে। আদালত রিটের প্রাথমিক গ্রহণযোগ্যতা নিয়ে বিবেচনা করছেন এবং শিগগিরই শুনানির দিন নির্ধারণের জন্য নির্দেশ দিতে পারেন।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদ বাড়ল, পিএসসির নতুন নির্দেশনা

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার সুরক্ষার জন্য নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য হওয়া উচিত। যেকোনও প্রক্রিয়াগত ত্রুটি বা অনিয়মের সুযোগ থাকলে তা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য হুমকি।’

জানা গেছে, রিটের সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইন্টারভেনর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আদালত রিটের দায়িত্ব গ্রহণের পর পক্ষগুলোর শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন।

এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া: এক হার না মানা জীবনের প্রতিচ্ছবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে না ফেরার দেশে চতুর্থ শ্র…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজা, কাল যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বা…
  • ৩০ ডিসেম্বর ২০২৫