সহোদরের প্রতি অধিকার রক্ষা, আইডিয়াল স্কুলে ১০ শিক্ষার্থী ভর্তি নির্দেশ হাইকোর্টের

০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

১০ শিক্ষার্থীকে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বর্তমান পরিস্থিতিতে এই শিক্ষার্থীদের সহোদর বা সহোদরা ইতোমধ্যে বিদ্যালয়ে অধ্যয়নরত।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ মঙ্গলবার রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই নির্দেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন, সঙ্গে ছিলেন আনিচুর রহমান ও হালিমা রুনা। ১০ শিক্ষার্থীর পক্ষে রিট দায়ের করেন একজন অভিভাবক মো. ওবায়দুল্লাহ।

আনিচুর রহমান জানান, এই ১০ শিক্ষার্থীর অভিভাবকরা তাদের সন্তানদের জন্য বিদ্যালয়ে ভর্তি আবেদন করেছিলেন। তবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা হাই কোর্টে রিট করেছেন।

তিনি আরও জানান, বিদ্যালয় ১৬ নভেম্বর থেকে বিভিন্ন শ্রেণিতে ভর্তি আবেদন আহ্বান করেছিল। আবেদন সময় নির্ধারিত হয়েছিল ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। রিটকারীরা এই সময়ে ভর্তির আবেদন করলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।

শুনানির পর হাই কোর্ট রুল জারি করে ১০ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় এবং সরকারের পরিপত্র অনুযায়ী তাদের ভর্তি না করার আইনগত দিক যাচাই করার জন্য আদেশ দিয়েছেন।

এছাড়া, ২০২৪ সালের ২৮ নভেম্বর সরকার ‘বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৪’ জারি করে, যেখানে বলা হয়েছে, কোনো বিদ্যালয়ে একজন শিক্ষার্থী অধ্যয়নরত থাকলে তার সহোদর-সহোদরকেও ভর্তি করা যায়। এই নীতিমালা রিট আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হেসেখেলেই চট্টগ্রামকে হারাল রংপুর
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫