তিন বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে মানবাধিকার অলিম্পিয়াড

২৬ জুন ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’

‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ © সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘হিউম্যান রাইটস অলিম্পিয়াড ২০২৫’। মানবাধিকার বিষয়ক সচেতনতা ও শিক্ষার প্রসারের লক্ষ্যে আয়োজিত এ অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের তিনটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

অলিম্পিয়াডটির আয়োজক সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ জানিয়েছে, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

লিখিত পরীক্ষাট তিনটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকা কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৫ম তলায়, কেন্দ্র নম্বর ৪ ও ৫-এ। সিলেট কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নেবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক ভবন-ডি এর ৪র্থ তলায়। আর চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম কলেজের একাডেমিক ভবন-৩ এর কক্ষ নং ১০১-এ।

পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টায় নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোনসহ কোনো কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজক সংস্থা জানিয়েছে, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা বলেন, ‘এই অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির একটি জাতীয় প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদেরকে ভবিষ্যতে মানবাধিকার সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।’

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫