© সংগৃহীত
মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি ও মনকে পুনরুজ্জীবিত করার জন্য মাইন্ডসস্পেস আয়োজন করছে ‘মাইন্ডস আওয়ার ২.০’। দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দ্বারা বিনা মূল্যে মনস্তাত্ত্বিক সংকট মোকাবিলার উপায়, পেশাদার পরামর্শ অধিবেশন, কর্মশালা ও অনুষ্ঠান। আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত হবে এ আয়োজনটি।
প্রোগ্রামে থাকছে- মানসিক স্বাস্থ্য কর্মশালা বিশেষজ্ঞ প্রবীণ মনোবিজ্ঞানীর কাছ থেকে শিখুন, মানসিক স্বাস্থ্য কৌশল, বৃদ্ধির মানসিকতা, মানসিক নিয়ন্ত্রণ করার উপায়। কর্মশালায় ইন্টারেক্টিভ কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে।
সেলিব্রিটি স্পিকার সেগমেন্ট, পরিচিত ব্যক্তিত্ব এবং অতিথি বক্তাদের কাছ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন। আপনার মনকে উৎফুল্ল করতে একটি গেমিং বিভাগের মাধ্যমে গ্রুপ কার্যক্রম।
এছাড়াও আপনার চিন্তাভাবনা, গল্প, সঙ্গীত শেয়ার করার সুযোগ থাকছে। ক্লেস্টেশন এবং আরও অনেক কিছুর সাথে ক্লে মডেলিংয়ের আনন্দ উপভোগ করুন।
অসম্ভব উদ্দীপনাময় এ আয়োজনটিতে অংশগহণের সুযোগ হাতছাড়া করতে না চাইলে দ্রুতই রেজিস্ট্রেশন করুন এখানে।