রাকসু নির্বাচন

ভিপি পদে ছাত্রদলের প্রার্থীর চেয়ে চার গুণ বেশি ভোট পেয়ে জয়ী শিবিরের জাহিদ

১৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৪০ PM
রাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

রাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ © টিডিসি সম্পাদিত

তিন দশক অনুষ্ঠিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। তাদের মনোনীত প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে ভরাডুবি হয়েছে ছাত্রদলের। ভিপি ও এজিএসসহ ২৩টি পদের ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। নির্বাচনে ভিপিতে ছাত্রদলের চার গুণ ও বামপন্থি প্রার্থীর ৫৪ গুণ বেশি ভোট পেয়েছে শিবির।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। 

রাকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবিরের জাহিদ যেখানে ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন, সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি ভোট। সে অনুযায়ী প্রায় চার গুণ বেশি ভোট ভিপি হয়েছেন শিবিরের জাহিদ। এই ব্যবধান বামপন্থি প্রার্থী ফুয়াদ রাতুলের চেয়ে ৫৪ গুণ বেশি। ফুয়াদের প্রাপ্ত ভোট ২৩৭। 

অন্যদিকে জিএস পদে জয় না পেলেও শিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পান ৫ হাজার ৭২৯ ভোট। সেখানে ছাত্রদলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট। যা ছাত্রদলের চেয়ে প্রায় চার গুণ বেশি। জিএস জয় পেয়েছেন সালাহউদ্দিন আম্মার। তার প্রাপ্ত ভোট ছিল ১১ হাজার ৫৩৭। যা শিবিরের প্রার্থীর চেয়ে দ্বিগুণ এবং ছাত্রদলের চেয়ে প্রায় ৯ গুণ বেশি।

আরও পড়ুন: জিপিএ-৫ যখন গর্ব নয়, সাফল্যের, আড়ালে লুকানো সংকট

তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এজিএস পদে। শিবির সমর্থিত এস এম সালামান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হোন। সেখানে ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। মূলত পুরুষ ভোট বেশি পেলেও নারী ভোটার টানতে না পারায় আত্মবিশ্বাসী থেকেও জয় বঞ্চিত হোন এষা। ভিপি ও জিএসের মতো এজিএসেও ভরাডুবি ছিল বামপন্থিদের। এই পদে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের প্রার্থী নাসিম সরকার ১৭১ ভোট পান।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ১৭ হলের শিক্ষার্থী ভোট দেন। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোট গ্রহণ শেষ হয়। এর সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয়। রাতভর গণনা শেষে আজ সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ১০টি প্যানেলসহ রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদে ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।

আর শোনা যাবে না আবু ওবায়দার ভাষণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে সাড়ে তিনঘন্টা অফিস করে মাকে দেখতে এভারকেয়ারে তারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অসুস্থ হওয়ায় দুই শিশুকে রাস্তায় ফেলে গেলেন মা-বাবা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
যোগ্য প্রার্থীর খোঁজে নিজেকে সরিয়ে নেওয়া নাছেরকে ‘জোর করে’ …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘উই হ্যাভ মেইড ইট’
  • ২৯ ডিসেম্বর ২০২৫