ওসমান হাদিকে নিয়ে যাওয়ার সময় চিকিৎসক বললেন, ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ PM
শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে

শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে তার অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কনডিশন’ বলে উল্লেখ করেন চিকিৎসকরা।

ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুরে গেছেন। বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স। এতে ওঠানোর আগে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে ‘অনুকূল’ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা।

ওসমান হাদিকে আইসিইউ থেকে বের করার আগের সময়ের একটি ভিডিও দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। এতে চিকিৎসকদের বলতে শোনা যায়, ‘Moving from ICU with a very favourable condition’। তারা হার্টবিট, ব্লাড প্রেসারসহ শারীরিক অবস্থার বিষয়ে আইসিইউ-এর যন্ত্রের মনিটর দেখিয়ে বর্ণনাও দেন। তবে ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মায়ের পথে মেডিকেলে দ্বিতীয় হওয়া নাবিহা, বললেন— ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই’

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক’। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো তাকে।

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি স্থগিত করে নতুন সিদ্ধান্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের দুবারের সাবেক সভাপতি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এ পর্যন্ত যে জামায়াত নেতারা নিজ আসন ছাড়লেন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫