মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যান্সারের ঝুঁকি! কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

৩০ জুলাই ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৭:১৩ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সার বা অন্যান্য টিউমারের কোনো প্রমাণিত যোগসূত্র নেই— জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি প্রকাশিত এক বিস্তৃত পর্যালোচনায় দেখা গেছে, যেখানে ২৮ বছরে ২২টি দেশের ৬৩টি গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় মোবাইল ফোন বা এর মতো রেডিও ফ্রিকোয়েন্সি-ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড (আরএফ-ইএমএফ) নির্গতকারী যন্ত্রপাতির ব্যবহার মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না। (খবর এমএনটি)

পর্যালোচনাটি ছিল একটি মেটা-অ্যানালাইসিস, এ গবেষণায় মোবাইল ফোন, সেল টাওয়ার, কর্মস্থলের আরএফ-ইএমএফ যন্ত্রপাতি এবং টেলিকমিউনিকেশন সরঞ্জামের প্রভাবে ব্রেইন, পিটুইটারি ও লিউকেমিয়া জাতীয় ক্যান্সারের সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে গ্লিওমা, মেনিনজিওমা, অ্যাকুস্টিক নিউরোমাস, পিটুইটারি বা স্যালিভারি গ্রন্থির ক্যান্সার বা লিউকেমিয়ার কোনো উল্লেখযোগ্য ঝুঁকি লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন: বাইপাস সার্জারিতে ডাক্তারের পরামর্শ সিঙ্গাপুর, জামায়াত আমিরের ‌‌‘না’

গবেষণার প্রধান লেখক ড. কেন কারিপিডিস বলেন, ‘মানব পর্যবেক্ষণভিত্তিক গবেষণাগুলোতে এক্সপোজার নিয়ন্ত্রিত হয় না, তাই এগুলোর প্রমাণের মান সাধারণত মাঝারি। কিন্তু এতসব গবেষণার সম্মিলিত ফলাফল বলছে, মোবাইল ফোন ব্যবহারের ফলে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে না।’

এই বিষয়ে মতামত জানিয়ে বিশেষজ্ঞগণ বলেন, ‘আগের কিছু গবেষণায় যেসব উদ্বেগ তুলেছিল, তা বর্তমানে বড় আকারের গবেষণাগুলো দ্বারা অনেকটাই খারিজ হয়েছে।’

অনেক অভিভাবক উদ্বিগ্ন থাকেন শিশুদের মোবাইল ফোন ব্যবহারে ব্রেইন টিউমারের ঝুঁকি নিয়ে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পর্যালোচনায় দেখা গেছে, টেলিকম টাওয়ার বা আরএফ-ইএমএফ নির্গতকারী যন্ত্রপাতির সংস্পর্শেও শিশুদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে না।

তেমনি কর্মক্ষেত্রে , রাডার বা টেলিকম সরঞ্জামের ব্যবহার নিয়েও একই রকম আশ্বাস দেওয়া হয়েছে। যদিও গবেষকেরা বলছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে ভবিষ্যতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

ড. কারিপিডিস আরও বলেন, ‘প্রযুক্তির নতুন ব্যবহারে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে রেডিও তরঙ্গ ব্যবহৃত হচ্ছে। তাই নিশ্চিত করা দরকার যে এসব তরঙ্গও নিরাপদ। এজন্য ভবিষ্যতেও গবেষণা চালিয়ে যেতে হবে।’

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫