ইনডোর প্লান্ট © সংগৃহীত
শহুরে জীবনযাত্রা দিন দিন হচ্ছে আরও বেশি যান্ত্রিক ও ব্যস্ত। ইট-কংক্রিটের বেষ্টনায় ধীরে ধীরে শুদ্ধ বাতাস নেওয়াও কঠিন হয়ে পড়ছে। এর মধ্যেই ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা বেড়েই চলছে। শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, ইনডোর প্ল্যান্ট আমাদের স্বাস্থ্যকেও করে সতেজ ও ভালো রাখে।
ইনডোর প্ল্যান্ট কেন দরকার
বাতাসে থাকা ক্ষতিকর রাসায়নিক যেমন কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া ইত্যাদি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক। গবেষণায় দেখা গেছে, কিছু ইনডোর গাছ এই দূষিত পদার্থগুলো দূর করতে সক্ষম। তাই ঘরের বাতাসকে করে তোলে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর।
ইনডোর প্ল্যান্টের প্রধান উপকারিতা
বাতাস বিশুদ্ধকরণ: গবেষণায় প্রমাণিত, ইনডোর গাছ যেমন স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এলোভেরা, ইত্যাদি ঘরের বাতাস থেকে ক্ষতিকর রাসায়নিক দূর করে।
মানসিক চাপ কমায়: সবুজ গাছপালা আমাদের মনের শান্তি দেয়, স্ট্রেস কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
গৃহসজ্জায় আকর্ষণ: ছোট ক্যাকটাস থেকে শুরু করে বড় পাম গাছ পর্যন্ত, ইনডোর প্ল্যান্ট ঘরের একঘেয়েমি দূর করে প্রাণবন্ত করে তোলে।
অর্থ সাশ্রয়: কিছু গাছ যেমন ঘৃতকুমারী, ল্যাভেন্ডার, পুদিনা রান্না ও ঘর থেকে মশা তাড়াতেও কাজে লাগে, ফলে রোজকার খরচ কমানো সম্ভব।
সুস্থতা বৃদ্ধি: ফাইটোসাইড নামের প্রাকৃতিক রাসায়নিক দিয়ে গাছগুলো জীবাণু ধ্বংস করে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
কিছু জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট
মানি প্ল্যান্ট: সৌন্দর্য ও ভাগ্য আনতে পরিচিত, ঘরের যেকোনো কর্নারে রাখা যায়।
এরিকা পাম: বায়ু দূষণ ও এলার্জি কমায়।
স্পাইডার প্ল্যান্ট: NASA’র গবেষণায় বাতাস বিশুদ্ধকরণে শীর্ষে।
এলোভেরা: চুল ও ত্বকের যত্নের পাশাপাশি বাতাস বিশুদ্ধ করে, বাতাসে অতিরিক্ত বিষাক্ত পদার্থ হলে পাতায় বাদামি দাগ পড়ে।
স্নেক প্ল্যান্ট: কম আলো ও পানিতে বাঁচে, রাতেও অক্সিজেন উৎপাদন করে।
লাকি ব্যাম্বো: সহজ পরিচর্যার গাছ, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।
ইনডোর প্ল্যান্টের যত্নের কিছু সহজ নিয়ম
প্রতি সপ্তাহে বা ১৫ দিনে একবার রোদে দিতে হবে।
অতিরিক্ত পানি দেবেন না, মাটি চিপে দেখে পানির প্রয়োজন বুঝুন।
পাতায় ধুলো জমলে ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
মরা পাতা বা ডাল কেটে ফেলুন।
বছরে একবার জৈব সার মিশিয়ে মাটি পরিবর্তন করুন।
ছত্রাকের আক্রমণ হলে উপযুক্ত স্প্রে ব্যবহার করুন।
আজকের আধুনিক জীবনে সুস্থ ও সতেজ থাকতে শুধু ঘর সাজানোর জন্য নয়, মানসিক শান্তি, স্বাস্থ্য রক্ষায় এরা অসাধারণ ভূমিকা রাখে। তাই আজ থেকেই আপনার বাসা বা অফিসে ইনডোর প্ল্যান্ট নিয়ে আসুন, দিনকে দিন জীবনে ফিরিয়ে আনুন প্রকৃতির প্রাণ।