নির্বাচন পর্যবেক্ষকদের এইচএসসি সনদ জমা বাধ্যতামূলক করল ইসি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ PM
ইসি ভবন

ইসি ভবন © ফাইল ফটো

সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা অথবা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করা যাবে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সংসদীয় ৩০০ আসনে পর্যবেক্ষক মোতায়েনের পরিকল্পনা আসন নম্বরের ধারাবাহিকতা অনুযায়ী (১ থেকে ৩০০) উল্লেখ করে আবেদন করতে হবে।

কেন্দ্রীয়ভাবে অনুমোদিত পর্যবেক্ষকদের কার্ড সংগ্রহের সময় সদ্য তোলা এক কপি স্ট্যাম্প সাইজ ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এইচএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফরম EO-2 ও EO-3 পূরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) জমা দিতে হবে।

অন্যদিকে, স্থানীয়ভাবে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অনুমোদিত পর্যবেক্ষকদের একই ধরনের কাগজপত্র সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

পর্যবেক্ষক নীতিমালা ২০২৫ এবং প্রয়োজনীয় ফরম EO-2 ও EO-3 নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ৮১টি। এসব সংস্থা পর্যবেক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫