ঘরের মাঠে নাস্তানাবুদ হলো লিভারপুর

২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ AM
লিভারপুল ফুটবল দল

লিভারপুল ফুটবল দল © সংগৃহীত

প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩–০ গোলে হারার পর এবার চ্যাম্পিয়নস লিগেও বাজে হার দেখল লিভারপুর। বুধবার (২৬ নভেম্বর) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে  নেদারল্যান্ডসের ক্লাব পিএসভির কাছে ৪-০ গোলে হেরেছে আর্নে স্লটের দল।

এদিন ঘরের মাঠে এক অচেনা লিভারপুলকেই দেখা গেল। এ হারে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে আরও তলানিতে নেমে গেল দলটি। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচের ৯টিতেই হারল লিভারপুল।

বল দখল ও আক্রমণে দাপট ছিল স্বাগতিকদেরই। ২৭টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে পিএসভি ৯টি শটের ৬টি লক্ষ্যে রাখে এবং ৪টি থেকেই গোল আদায় করে। অর্থাৎ মাঠজুড়ে খেলেছে লিভারপুল, আর পয়দা লুটেছে পিএসভি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গড়বড় করে বসেন ভার্জিল ফন ডাইক। বক্সের ভেতর তাঁর হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসভি। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন ইভান পেরিসিচ।

১৬তম মিনিটে বক্সের ভেতর থেকে কোডি গাকপোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান ডমিনিক সোবসলাই। ১–১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে একের পর এক ভুল করতে থাকে স্বাগতিকরা। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে লিড নেয় পিএসভি। এরপর ৭৩ মিনিটে গোল করেন সোহেইব দ্রিউয়েশ। যোগ করা সময়ে মরোক্কোর এই উইঙ্গার আরেকটি গোল করেন।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫